আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে জোড়া গোল করেছিলেন মার্ক রাশফোর্ড। তার দুই গোলের সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচের পারফরম্যান্সের সুবাদে গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথম একাদশে রাশফোর্ডের থাকাটা নিশ্চিত ছিল। কিন্তু গেতাফের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রাশফোর্ড।
কোচ হানসি ফ্লিক শাস্তিস্বরূপ রাশফোর্ডকে প্রথম একাদশে রাখেননি। কি ছিল রাশফোর্ডের অপরাধ। নির্ধারিত মিটিংয়ে দুই মিনিট দেরি করে এসেছিলেন রাশফোর্ড। আর তাতেই একাদশের জায়গা হারান তিনি। ফ্লিক তার একাদশ সাজান রাফিনহা, ফেরান টরেসআর রবার্ট লেফানদোভস্কিকে দিয়ে।
মিটিং বা মাঠে কোচ ফ্লিক দেরি মোটেও সহ্য করেন না। একই কারণে গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না রাফিনহা। তিনিও দেরিতে আসায় তাকে দলে রাখেননি ফ্লিক। একই নিয়মের ফাঁদে পড়ে আরো একাধিক খেলোয়াড় এমন শাস্তির মুখে পড়েছেন।
শেষ পর্যন্ত রাশফোর্ড দ্বিতীয়ার্ধে মাঠে নামান কোচ ফ্লিক। এ ম্যাচে অবশ্য গোল পাননি তিনি। দানি ওলমো এবং টরেসের গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বার্সেলোনা। টরেস জোড়া গোল করেছিলেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















