ইউরোপা লিগে নাটকীয় এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা পিছিয়ে পড়ার পরও ২-১ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লজেনকে। ম্যানইউয়ের হয়ে উভয় গোল করেন বদলি খেলোয়াড় রাসমাস।
মাঠে আসার মাত্র ছয় মিনিটের মধ্যে গোলের দেখা পান রাসমাস। ৬২ মিনিটে প্রথম গোল করে করে তিনি খেলায় সমতায় ফেরান। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও নিজেদের মাঠের খেলায় ভিক্টোরিয়া প্লজেন বিরতির পরপরই ব্যবধান গড়ে নেয়। মাতেজ ৪৮ মিনিটে গোলটি করেন।
১-১ গোলে সমতায় খেলা যখন শেষ হওয়ার সম্ভাবনা তখন ৮৮ মিনিটে রাসমাস আবার গোলে করে ম্যানইউয়ের জয় নিশ্চিত করেন। প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের অবস্থা স্বস্তিজনক না হলেও ইউরোপা লিগে তারা টানা তৃতীয় জয়ের মুখ দেখেছে। এ জয়ের ফলে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। প্রতিযোগিতায় অপরাজিত থাকা দলটি সম্ভাবনা তৈরি করেছে পরবর্তী রাউন্ডে খেলার। নতুন নিয়মের প্রতিযোগিতায় শীর্ষ ১২ দল পরবর্তী রাউন্ডে খেলবে।
এদিকে ইতালিয়ান ক্লাব রোমা পর্তুগাল ক্লাব স্পোটিং ব্রাগাকে ৩-০ গোলে হারিয়েছে। একই ব্যবধানে রিয়াল সোসিয়েদাদ হারিয়েছে ডায়নামো কিয়েভকে।