ব্যাটারদের ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ায় ফাইনালে বিসিবি এইচপি দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমি-ফাইনালে নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইককে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি। রোববার ডারউইনের টিআইও স্টেডিয়ামে বাংলাদেশের ১৩৮ রানের জবাবে ১১৭ রানের বেশি করতে পারেনি এনটি স্ট্রাইক।
টুর্নামেন্টে অন্য সেমি-ফাইনালে পাকিস্তান শাহিনসকে (‘এ’ দল) ৩০ রানে হারায় অ্যাডিলেইড স্ট্রাইকার্স। মারারা ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৩৮/৬
এনটি স্ট্রাইক: ২০ ওভারে ১১৭/৯
ফল: বাংলাদেশ এইচপি দল ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রিপন মণ্ডল