রিয়ালকে উড়িয়ে শিরোপার কাছে বার্সেলোনা

জোড়া গোলদাতা বার্সেলোনার রাফিনহা

শেষ হতে এখনো বাকি। শিরোপার নিষ্পত্তি হয়নি এখনো। তবে শিরোপা উৎসব এখনই করতে পারে বার্সেলোনা। রোববার রাতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপাকে হাত ছোঁয়া দূরত্বে নিয়ে এসেছে বার্সেলোনা। গোল বন্যার ম্যাচে আগে দুই গোল হজম করেও ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। বার্সেলোনার হয়ে রাফিনহা জোড়া গোল করেছেন। এরিক গার্সিয়া ও লামিনে ইয়ামাল করেছেন অন্য দুই গোল। রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্ল্যাসিকোতে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।

শিরোপাকে হাত ছোঁয়া দূরত্বে আনতে বার্সেলোনার দরকার ছিল জয়। অন্যদিকে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে রিয়াল মাদ্রিদের জয় দরকার ছিল। এ জয়ের ফলে ৩৫ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮২, রিয়াল মাদ্রিদ সেই ৭৫ পয়েন্টে রয়েছে। ফলে দুই দলের পাথর্ক্য এখন ৭ পয়েন্ট, যা বার্সেলোনার শিরোপা জয়ের অনেকটা নিশ্চয়তা দিয়েছে। আর একটা মাত্র জয়, তাহলে বার্সেলোনা ২৮তম লিগ শিরোপার দেখা পাবে।

এল ক্ল্যাসিকোতে এটা ছিল বার্সেলোনার টানা চতুর্থ জয়। তবে তা মোটেও সহজে আসেনি। বরং রিয়াল মাদ্রিদের আধিপত্য বার্সেলোনার সমর্থকদের চমকে দিয়েছিল। ম্যাচের বয়স ১৪ মিনিট হতে না হতেই ম্যাচ স্কোর রিয়াল মাদ্রিদ ২ বার্সেলোনা ০ হয়েছিল। তবে ঘুরে দাঁড়াতে মোটেও সময় নেয়নি বার্সেলোনা। একের পর এক গোল করে প্রথমার্ধেই জয় নিশ্চিত করে বার্সেলোনা। ১৯ মিনিটে এরিক গার্সিয়া, ৩২ মিনিটে লামিনে ইয়ামাল গোল করে সমতায় ফেরান। এই আনন্দ শেষ হতে না হতেই ৩৪ মিনিটে রাফিনহা স্কোরশিটে নাম লেখান। আর বিরতির বাঁশি বাজার আগ মুহুর্তে রাফিনহা বার্সেলোনার সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পে আবার গোল করেন। পূর্ণ হয় তার হ্যাটট্রিক। তবে তা দলের হার এড়ানোর জন্য মোটেও যথেষ্ঠ ছিল না।

Exit mobile version