লা লিগায় পয়েন্ট টেবিলের নেতৃত্বে রিয়াল মাদ্রিদ। রোববার প্রতিদ্বন্দ্বীদের থেকে নিজেদের আরো একটু দূরে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সে সুযোগটা তারা নষ্ট করেছে। অপেক্ষাকৃত দুর্বল দল রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শীর্ষে থাকা দলটি।
পয়েন্ট টেবিলে ২৫ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ সবার উপরে। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবারের চমক জাগানো দল জিরোনা। একটা ম্যাচ তারা কম খেলেছে। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
রায়ো ভায়েকানোর সঙ্গে এই ড্র রিয়াল মাদ্রিদের জন্য ক্ষতি হয়েছে ঠিকই তবে লা লিগার সমর্থকদের জন্য কিছুটা হলেও উত্তেজনা ফিরিয়ে এনেছে। গত ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারের ফলে জিরোনা শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকে গিয়েছিল। রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোয় তাদের সামনে আবার লড়াইয়ে ফেরার সুযোগ তৈরি হয়েছে।
আগের ম্যাচে জিরোনাকে উড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদে এ ম্যাচে দারুণভাবে শুরু করেছিল। বড় জয়ের ইঙ্গিত দিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল তারা। তৃতীয় মিনিটেই জোসেলু গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। প্রতি আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজ বল দিয়ে অনেকটা অরক্ষিত অবস্থায় থাকায় ফেডেরিকো ভালভার্দেকে বল দিয়েছিলেন। সুযোগ বুঝেই তিনি জোসেলুর কাছে বল পাঠান। জোসেলু সুযোগটা কাজে লাগাতে মোটেও ভুল করেননি।
এমনিতেই শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তার ওপর মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল তাদের। তা সত্ত্বেও ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় স্বাগতিক দল। হ্যান্ডবলের কারণে পেনাল্টি পেয়েছিল রায়ো ভায়েকানো। ডি টমাস গোলটি করেন। তার এ গোলের সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা আনন্দে চিৎকার করতে শুরু করেন। কেননা এ ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ায় তারা রেলিগেশন থেকে অনেকটা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার সুযোগ পেয়েছে।