২-১ গোলে জয় পেয়েছে আর্সেনাল
পুরুষদের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য রিয়াল মাদ্রিদের। তবে নারীদের বেলায় ছবিটা পুরো উল্টো-এখানে আধিপত্য ইংলিশ ক্লাব আর্সেনালের। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে লিগ পর্যায়ের খেলায় রিয়াল মাদ্রিদকে হারিয়েছে আর্সেনাল। নিজেদের মাঠের খেলায় পিছিয়ে পড়েও ২-১ গোলে দারুণ জয় পায় তারা। রিয়ালকে হারিয়ে শীর্ষে আর্সেনাল এর অবস্থান , শক্তিশালীভাবে ধরে রাখল তাদের লিগের অবস্থান।
চার ম্যাচে আর্সেনালের এটা দ্বিতীয় জয়। বিরতির আগে ক্যারোলিন ওয়ারের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল। বিরতির পর স্বল্প সময়ের ব্যবধানে জোড়া গোল করে দলকে জয় এনে দেন অ্যালেসিয়া রুসো। এই জয়ের মাধ্যমে রিয়ালকে হারিয়ে শীর্ষে আর্সেনাল এর অবস্থান শক্ত করল।
এদিকে ম্যানঞ্চেস্টার ইউনাইটেড তাদের প্রথম হার দেখেছে। ভিএফএল ওলভসবুর্গের কাছে তারা ৫-২ গোলে হেরেছে।রিয়ালকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
তবে নাটকীয়তায় ভরপুর ছিল লিও এবং জুভেন্টাস ম্যাচ। বিরতির আগে ৩-০ গোলে পিছিয়ে থাকা লিও ৩-৩ গোলে ম্যাচ শেষ করেছে। এছাড়া প্যারিস এফসি ২-০ গোলে হারিয়েছে বেনফিকাকে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















