স্বপ্নের রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে খুব ভালো করবেন বলে বিশ্বাস ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্লাবটির সাবেক এই ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই ব্যালন ডি’অর জিতবেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা।
গত জুনে পিএসজি ছেড়ে‘ফ্রি এজেন্ট’ হিসেবে রিয়ালে নাম লেখান এমবাপ্পে। ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি পান শিরোপার স্বাদ। আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয়ের ম্যাচে একটি গোলও করেন তিনি।
মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপচারিতায় রোনালদো বলেন,‘আমি মনে করি, (এমবাপ্পে) ভালো করবে। এই ক্লাবের কাঠামো… চমৎকার, ভালো। আমি মনে করি তার (এমেবাপ্পে) প্রতিভার কারণে সফল হতে তেমন সমস্যা হবে না। এমবাপ্পে হতে পারে পরবর্তী গোল্ডেন বল ব্যালন ডি’অর জয়ী। তার সঙ্গে সম্ভাবনায় হলান্ড, বেলিংহ্যাম, লামিনে আছে।’
চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। সাফল্যের বিচারে স্প্যানিশ দলটির ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার জিতেছে এসি মিলান। রোনালদোর মতে, রেয়ালের আবহটাই অন্যরকম।