নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদের সামনে বেশ এক অদ্ভুত প্রশ্ন—দানি কার্ভাহাল না ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড? দুজনেই বিশ্বমানের রাইট ব্যাক, আর দুজনকেই পেতে যাচ্ছেন কোচ শাবি আলোনসো। তাই বেছে নেওয়ার কাজটা সহজ নয়, তবে আলোনসো এটাকেই দেখছেন ইতিবাচকভাবে।
গত মৌসুমে চোট-জর্জরিত রক্ষণভাগ নিয়ে ভুগতে হয়েছিল রিয়ালকে। বিশেষ করে, কার্ভাহালের অনুপস্থিতি ছিল বড় ধাক্কা। দারুণ ফর্মে থাকা এই ডিফেন্ডার প্রায় পুরো মৌসুমেই মাঠের বাইরে ছিলেন গুরুতর চোটের কারণে। তবে নতুন মৌসুমে তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন।
অন্যদিকে, লিভারপুল থেকে এসে যোগ দিয়েছেন ট্রেন্ট। আধুনিক ফুটবলের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে পরিচিত এই ইংলিশ তারকা লম্বা পাস আর আক্রমণ সাজানোর দক্ষতায় অনন্য।
আলোনসো জানালেন, কার্ভাহাল ও ট্রেন্টকে নিয়ে বাছাইয়ের চাপ তার ভালোই লাগছে:
“প্রতিটি পজিশনে প্রতিযোগিতা চাই আমি। এতে খেলোয়াড়রা নিজেদের আরও ভালোভাবে মেলে ধরার সুযোগ পায়, আর দলেরও উপকার হয়। মৌসুমজুড়ে প্রচুর ম্যাচ আছে, সবাইকে লাগবে।”
মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে লা লিগা ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে রিয়াল। তবে প্রস্তুতির সময় খুব একটা পায়নি দলটি। ক্লাব বিশ্বকাপ খেলার পর ফুটবলাররা পেয়েছেন সীমিত বিশ্রাম, আর প্রাক-মৌসুমে খেলেছে মাত্র একটি ম্যাচ। তবুও কোনো অজুহাত খুঁজতে রাজি নন আলোনসো:
“সময়টা অবশ্যই কম ছিল। আরও প্রস্তুতি নিতে পারলে ভালো হতো। কিন্তু যেটুকু পেয়েছি, সেটুকুতেই লড়াই করতে হবে।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















