রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার আন্তোনিও রুডিগার ও ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী আক্রমণ করায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে স্পেনের একটি আদালত।
তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি ২০ মাসের জন্য মার্কার ফোরামে ওই ব্যক্তিকে অংশগ্রহণ না করার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়নরা জানায়, ‘স্পেনের ক্রীড়া পত্রিকা মার্কা’র ডিজিটাল সংস্করণের ফোরামে বিভিন্ন ছদ্মনামে বর্ণবাদী আক্রমণের পাশাপাশি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেন ওই ব্যক্তি।’