লা লিগায় সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতের ম্যাচে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে শিরোপাধারীরা। জয়ের নায়ক ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি নেমে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের ৫৪ মিনিটে পিছিয়ে পড়ার পরার চার মিনিটর পর রিয়ালকে সমতা ফেরান দানি কারভাহাল। ৭৫ মিনিটে রদ্রিগোর দলকে ২-১ গোলে এগিয়ে নেয়। দুই মিনিট পর দলের ব্যবধান বাড়ান ভিনিসিউস। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে।
ফলে দুই মৌসুম মিলিয়ে লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ। এ জয়েল ফলে ৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। একটি ম্যাচ কম খেলেছে তারা। এছাড়া রিয়ালের সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে এস্পানিওল।