আলোচনা চলছে লম্বা সময় ধরে। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারছিল না কোনো পক্ষ। না রিয়াল মাদ্রিদ না কিলিয়ান এমবাপ্পে- এমনকি প্যারিস সেন্ট জার্মেইও অনিশ্চয়তায় ভুগছিল। অবশেষে উভয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। প্যারিস সেন্ট জার্মেইয়ের কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন। দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায়নি। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন। এ সময়ে তিনি প্রতি বছর ১৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন। সঙ্গে সাইনিং বোনাস হিসেবে যোগ হবে ১৫০ মিলিয়ন ইউরো।
প্যারিস সেন্ট জার্মেইয়ে থাকলেও গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে তার ভবিষ্যত লক্ষ্য স্থির করেছিলেন। এএস মোনাকো থেকে ২০১৭-১৮ মৌসুমে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখে আসছিলেন এই ফ্রেঞ্চ খেলোয়াড়। মোনাকো ছেড়ে যখন পিএসজিতে যোগ দিয়েছিলেন তখনই তিনি ফুটবল ইতিহাসে টিনএজার খেলোয়াড় হিসেবে সবচেয়ে দামী হয়ে উঠেছিলেন।
নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০২১-২২ মৌসুমে ব্যস্ত হয়ে পড়েন এমবাপে। রিয়াল মাদ্রিদের সঙ্গে জোরালো যোগাযোগ শুরু করেন। সে সময় রিয়ালে তারা যাওয়া হয়নি, বরং পিএসজিতে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে নেন। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবারই। আর তখনই তিনি রিয়ালের হবেন। এমবাপ্পে বা রিয়াল মাদ্রিদ এখনো তাদের এই দলবদলের কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ধারণা করা হচ্ছে দুই পক্ষের মধ্যে চুক্তির কাজটা সম্পাদন হয়েছে।