শেষ মৌসুমটা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য খুব একটা ভালো কাটেনি। মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও, ক্লাব কর্তৃপক্ষের কাছে কিলিয়ান এমবাপ্পের সমান পারিশ্রমিক দাবি করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এই দাবির প্রেক্ষিতে ভিনির বিকল্প খুঁজতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ।
ইউরোপীয় দলবদল মৌসুম এখন পুরোদমে চলছে। ক্লাবগুলোর মধ্যে শুরু হয়েছে খেলোয়াড় কেনাবেচার প্রতিযোগিতা। রিয়াল মাদ্রিদের কোচিংয়ে পরিবর্তন আসায় নতুন পরিকল্পনার ছোঁয়া লেগেছে দলটিতে। সদ্য বিদায় নেওয়া কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন জাবি আলোনসো। তিনি দলে নতুন রূপ দিতে শুরু করেছেন কাজ। এরইমধ্যে রিয়ালের পাঁচ ফুটবলারের দল ছাড়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে, যেখানে রদ্রিগো ও এন্ড্রিকের নামও শোনা যাচ্ছে।
এইসব কিছুর মাঝে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভিনিসিয়ুস। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও, ক্লাবের ওপর চাপ সৃষ্টি করছেন বেতন বাড়ানোর জন্য। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, সৌদি ক্লাবগুলো থেকে পাওয়া মোটা অঙ্কের প্রস্তাবের কারণেই এই চাপ তৈরি করছেন তিনি।
এই পরিস্থিতিতে বিকল্প ভাবতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। পেরেজ চান, হালান্ড ও এমবাপ্পেকে একসঙ্গে নিয়ে একটি বিধ্বংসী আক্রমণভাগ তৈরি করতে। যদিও এব্যাপারে এমবাপ্পে কিংবা ভিনির মুখ থেকে অফিশিয়াললি কিছু শোনা যায় নি।
গণমাধ্যম বলছে, হালান্ড নিজেও ম্যানচেস্টার সিটি ছাড়ার চিন্তাভাবনা করছেন। গত মৌসুমে কাঙ্ক্ষিত সাফল্য না আসায়, নতুন দলে পা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শোনা যাচ্ছে, বার্সেলোনায় যোগ দিতে চান এই গোলমেশিন। যদিও এখনো কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। এখন দেখার পালা, হল্যান্ড সিটিতেই থেকে যান নাকি স্পেনে পাড়ি জমান। সময়ই এসব প্রশ্নের উত্তর দিয়ে দিবে।
