ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ অনিশ্চিত হলেও এখনও ক্লাব ছাড়তে রাজি নন অ্যান্টনি। তৃতীয়বারের মতো নতুন ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তিনি শুধুমাত্র স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসে ফেরার দিকেই আগ্রহী বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম।
কোচ রুবেন আমোরিমের ‘বোম্ব স্কোয়াডে’ থাকা অ্যান্টনিকে দল ছাড়াতে মরিয়া ইউনাইটেড। কিন্তু তারা ধারে ছেড়ে দিতে চায় না, বরং স্থায়ীভাবে বিক্রির সিদ্ধান্তেই অনড়। ২০২২ সালে আয়াক্স থেকে যাকে ৮৬ মিলিয়ন পাউন্ড দিয়ে দলে ভেড়ানো হয়েছিল, তাকে ছাড়তে এখন ৩০ মিলিয়ন পাউন্ড চাচ্ছে ক্লাবটি। অর্থাৎ, প্রায় ৬৫ শতাংশ ক্ষতিতেই এই উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত তারা।
তবে এখন পর্যন্ত রিয়াল বেতিস ইউনাইটেডের চাওয়া অনুযায়ী কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। তারপরও নিজের ইচ্ছার ব্যাপারে স্পষ্ট অ্যান্টনি। প্রয়োজনে বার্ষিক বেতনের পরিমাণ কমিয়েও বেতিসে ফিরতে প্রস্তুত এই ফুটবলার। সূত্র অনুযায়ী, প্রায় ৪ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বেতন কমিয়ে নিতে রাজি তিনি।
অ্যান্টনিকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের বোতাফোগো ও সাও পাওলো, পাশাপাশি সৌদি আরবের ক্লাব আল-নাসরও তাকে দলে চেয়েছিল। কিন্তু তিন ক্লাবের প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
এদিকে কোচ আমোরিম জানিয়েছেন, যারা ক্লাবে থাকতে চায় না, তাদের জন্য বিকল্প খোঁজা হচ্ছে। তবে ট্রান্সফার উইন্ডো শেষ হলে সবাইকে এক কাঠগড়ায় বিবেচনা করা হবে।
লা লিগার নতুন মৌসুম শুরুর আগে বেতিস ও অ্যান্টনির মধ্যে সমঝোতা হতে পারে এমন ইঙ্গিতও মিলছে।
