অবশেষে রিয়াল মাদ্রিদে এমবাপ্পে

অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্প্যানিশ ক্লাবটির সাথে আনুষ্ঠানিক চুক্তিও করেছেন তিনি। মঙ্গলবার সকালে রিয়ালের আফিসিয়াল বিবৃতিতে বলা হয়, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’ এক অর্থে বলা চলে, ছেলেবেলার স্বপ্ন সত্যি হলো এমবাপ্পের।

পিএসজির তারকা এই ফুটবলারের দিকে অনেক আগে ফুটবল ইতিহাসের সেরা ক্লাব রিয়ালও নজরে রেখেছিল। সবশেষ পিএসজিতে এমবাপে গিয়েছিলেন ১৮০ মিলিয়ন ইউরোতে। এরপর বহুবারই ‘এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ডিল’ আটকে ছিল আনুষ্ঠানিকতার জন্য।

কিন্তু কোন ভাবেই এমবাপ্পেকে ছেড়ে দিতে চায়নি পিএসজি। আর এমবাপ্পেকে পেতে মোটা অঙ্কের ট্রান্সফার দিয়েছে রিয়াল। ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হাঁকানো হয়েছিল দাম। বহু নাটকের পর রিয়ালে যোগ দিতে ২৫ বছর বয়সী এমবাপ্পে এ বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে সম্মত হন।

গত মাসে ফরাসি তারকা জানান, ‘এবারের মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। গত শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের ১৫তম শিরোপা জয়ের পর এমবাপ্পের সঙ্গে চুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে জানাল রিয়াল। পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান শিরোপা জয় করেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে।

Exit mobile version