লা লিগাকে জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা এস্পানিওল। শনিবার রাতে তারা চমকে দিয়েছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে। নিজেদের মাঠের খেলায় তারা রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে কার্লোস রোমেরো রিয়াল মাদ্রিদকে থমকে দেওয়ার গোলটি করেন।
হারলেও রিয়াল মাদ্রিদ ঠিকই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৯। তবে এই হার রিয়াল মাদ্রিদের শীর্ষস্থানটা হুমকিতে ফেলে দিয়েছে। আর উজ্জ্বীবিত করে তুলেছে আতলেতিকো মাদ্রিদকে। নিজেদের খেলায় ২-০ গোলে মায়োর্কাকে হারিয়ে রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলা শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। ২২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৪৮। একটু পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। তাদের সংগ্রহ ২১ ম্যাচ ৪২।
দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদের। ২১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এস্পানিওলের জালে বল ফেলেছিলেন। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বল পেয়ে গোলটি করেছিলেন তিনি। কিন্তু আক্রমণের শুরুতে ফাউলের কারণে রেফারি গোল বাতিল করেন।
দ্বিতীয়ার্ধে লুকাস ভাজকুয়েস, রদ্রিগো এবং জুডে বেলিংহাম একের পর এক আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তাদের সামনে এস্পানিওলের গোলরক্ষক হোয়ান গার্সিয়া চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের ব্যর্থতায় লুকা মদরিচ, ব্রাহিম দিয়াজ ও রাউল আসেনসিও মাঠে এসেও রিয়াল মাদ্রিদের ভাগ্য পরিবর্তন করতে পারেননি। বরং ৮৫ মিনিটে রোমেরো গোল করে রিয়াল মাদ্রিদকে চমকে দেন।
এস্পানিওল বর্তমানে নিচের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২২ ম্যাচ থেকে ২৫।