রিয়াল মাদ্রিদকে নিয়ে আতঙ্কিত নন ফনসেকা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের অবস্থান ভিন্ন মেরুতে। গত ১১ আসরে রিয়াল মাদ্রিদ শিরোপা জয় করেছে ছয়বার। বিপরীতে ২০০৭ সালের পর এসি মিলানের শিরোপা পায়নি। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে আতঙ্কিত হওয়ার কথা এসি মিলানের। কিন্তু দলটির কোচ পাউলো ফনসেকা সে পথে হাঁটছেন না।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তিনি খেলোয়াড়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বার্নাবু্যতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ফনসেকা বলেন, আমরা এ ম্যাচে মোটেও মনোবল হারাব না। বরং আক্রমণাত্মক খেলা খেলবো। আশা করছি আমরা সেখান থেকে জয় নিয়ে ফিরবো। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা প্রতি বছরই ফেভারিট থাকে। তাদের বিপক্ষে খেলা দারুণ একটা ব্যাপার।’

ফনসেকা আরও বলেন, আমরা সেখানে নির্ভয়ে খেলবো। সাহসের সঙ্গে খেলবো। ভালো একটা ম্যাচ আমরা উপহার দিতে পারি এমন বিশ্বাস আমাদের রয়েছে। আমি সবসময় জয়ের জন্য মাঠে নামি। এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। রিয়াল মাদ্রিদ শক্তিশালী দল। তারপরও আমরা জয়ের পরিকল্পনায় মাঠে নামবো। ম্যাচে যাই কিছু হোক না কেন, আমরা জয় ভিন্ন কিছু চিন্তা করছি না।’

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ভিন্নরূপে শুরু হয়েছে। ৩৬ দলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ দ্বাদশ স্থানে রয়েছে। তিন ম্যাচের দুটোতে জয় তাদের। এসি মিলান রয়েছে ২৫তম স্থানে। সমান ম্যাচে তাদের জয় একটিতে। পয়েন্ট টেবিলে তারা কিছুটা বিপদজনক অবস্থায় রয়েছে। প্লে অফের আওতার বাইরে তাদের বর্তমান অবস্থান।

Exit mobile version