মেক্সিকোর পাচুকা ক্লাবকে উড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারায় পাচুকাকে। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একপেশে ম্যাচে কিলিয়ান এমবাপে, রদ্রি ও ভিনিসিয়ুস জুনিয়র গোল তিনটি করেন।
মাঝে মাঝে পাচুকা পাল্টা আক্রমণ করলেও রিয়াল মাদ্রিদের জন্য কখনো হুমকি হতে পারেনি মেক্সিকোর ক্লাবটি। ফলে রিয়াল মাদ্রিদের আধিপত্য বজায় রাখতে কোনো সমস্যা হয়নি। তারই ধারাবাহিকতায় ৩৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী দলটি। জুডে বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের রসায়নে এ গোলের উৎস তৈরি হয়েছিল। তাদের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে এমবাপে দলকে এগিয়ে নেন।
বিরতির পরপরই রদ্রির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন ফিফা দ্য বেস্ট ট্রফি জয়ী ভিনিসিয়ুস জুনিয়র।
এ জয়ের মাঝ দিয়ে কার্লো আনচেলোত্তি রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। দুই মেয়াদে দায়িত্ব পালনে এসে তিনি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্ব কাপের পাশাপাশি এবার জয় করলেন ইন্টারকন্টিনেন্টাল কাপ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















