রিয়াল মাদ্রিদের পাঁচে পাঁচ

লা লিগা

লা লিগায় এবারের মৌসুমে একমাত্র দল হিসেবে শতভাগ জয় ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তাদের। গত রাতে নিজেদের মাঠের খেলায় এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে তারা।

রিয়াল মাদ্রিদ যেমন তাদের জয়ের মিশন অব্যাহত রেখেছে, তেমনি গোলের মিশন ধরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচেও গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে অন্য গোলটি করেন এদের মিলিতাও।

একটা অঘটনের স্বপ্ন নিয়ে এস্পানিওল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলে। কিন্তু শুরুতেই তাদের স্বপ্নে বড় আঘাত দেন মিলিতাও। ২২ মিনিটে গোল করেন তিনি। এ গোল তারা ফেরাতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধের শুরুতে আরো এক গোল হজম তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

এমবাপ্পে দ্বিতীয়ার্ধে ব্যবধান আরো বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসলে এমবাপ্পের সামনে বল জালে জড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু তিনি শট জালে যায়নি। প্রতিপক্ষের শরীরে লেগে বল বাইরে চলে যায়।

এ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন জুডে বেলিংহাম। ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে ছিলেন। এমবাপ্পের পরিবর্তে মাঠেন নামেন তিনি।

Exit mobile version