ক্লাব বিশ্বকাপে দুই ‘জায়ান্ট কিলার’-এর দ্বৈরথে শেষ হাসি হেসেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। সিটি ও রিয়ালকে চমকে দেওয়া আল হিলালকে ২-১ গোলে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয় সড়ক দুর্ঘটনায় নিহত ডিয়েগো জোটা ও তার ভাইয়ের স্মরণে। আল হিলালের একাদশে থাকা রুবেন নেভেস ও জোয়াও কানসেলো ছিলেন আবেগপ্রবণ।
প্রথমার্ধে খুব বেশি সুযোগ না হলেও ৪০তম মিনিটে মাতেউস মার্তিনেল্লি বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন। প্রথমার্ধে আল হিলালের সেরা সুযোগটি আসে কালিদু কুলিবালির হেড থেকে, যা দুর্দান্তভাবে রক্ষা করেন ৪৪ বছর বয়সী গোলরক্ষক ফাবিও।
দ্বিতীয়ার্ধে আল হিলাল আক্রমণে গতি বাড়ায়। ৫১তম মিনিটে নেভেসের কর্নার থেকে কুলিবালির হেডে বল পেয়ে কাছ থেকে গোল করেন মার্কোস লিওনার্দো। পরে পেনাল্টির সিদ্ধান্ত হলেও ভিএআর দেখে বাতিল করে দেন ডাচ রেফারি ড্যানি মাক্কেলি।
৭০তম মিনিটে হেরকিউলিসের প্রথম শট রক্ষা পেলেও স্যামুয়েলের হেড থেকে বল ফিরে পেয়ে আবার গোল করেন তিনি। শেষ মুহূর্তে একাধিক কর্নার ও আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি আল হিলাল।
এই জয়ে রিওর ক্লাব ফ্লুমিনেন্স প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়।