ইউরো ২০২৪ এর হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে স্টুটগার্টে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয় অপ্রতিরোধ্য স্পেন। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির বহুল প্রতিক্ষীত ম্যাচটি অতিরিক্ত সময়ে এসে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্প্যানিশরা।
বল দখল জার্মানির কিছুটা বেশি হলেও প্রথমার্ধে আক্রমণে বেশ এগিয়ে ছিল স্পেন। তবুও জার্মান রক্ষণদুর্গ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় ইউরোপের দুই পরাশক্তি। প্রথমার্ধে ৫৪ ভাগ বল দখলে রাখা স্পেনের ৮ শটের ৪টি ছিল লক্ষ্যে, ৩ শটের দুটি অন টার্গেট ছিল জার্মানির।
তবে কিছুক্ষন পরপর রং বদলানো দ্বিতীয়ার্ধে বিশ্ব দেখলো স্পেন-জার্মানির ক্লাসিক্যাল লড়াই। ম্যাচের ৫১ মিনিটে ফার্স্ট টাচে গোল করে স্কোরবোর্ডে প্রথম পরিবর্তন আনেন স্প্যানিশ স্ট্রাইকার দানি ওলমো। আর ম্যাচের ৮৯ মিনিটে শুয়া কিমিখের হেড থেকে বল পেয়ে ভলিতে মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা আনে জার্মানি।
এর আগে অবশ্য ম্যাচের ৭৬ মিনিটে নিজেদের সেরা সুযোগ পেয়েছিলো জার্মানি। নিকোলাস ফুল্ক্রুগের মাটি কামড়ানো শটটা ফিরে আসে গোলবার থেকে। আর ৮০ মিনিটে ফাঁকা পোস্টে গোল মিস করেন হাভার্টজ।
পাল্টাপাল্টি আক্রমণে শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে হেভিওয়েট ব্যাটলটি চলে যায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের অতিরিক্ত সময়ে জার্মানির একের পর এক আক্রমণ ম্যাচে যোগ করেছে বাড়তি উত্তেজনা। ১০৫ মিনিটে আরো একটি গোলের সুযোগ তৈরী করে স্বাগতিকরা। এবার ফ্লোরিয়ান উইর্টজের বল গোলবারের লক্ষ্য ভেদ করে।
শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস পরিস্থিতিতে থাকা ম্যাচটির একদম অন্তিম মুহূর্তে ১১৯তম মিনিটে মাইকেল মেরিনোর অসাধারণ হেডারে বল জালে জড়ালে নকআউট পর্ব থেকে বিদায় নেয় তিনবারের ইউরোজয়ী জার্মানি।
ইউরো কিংবা বিশ্বকাপের নক আউট পর্বে এর আগে কখনই স্বাগতিক দেশকে হারাতে পারেনি স্পেন। ১৯৩৪ সালের পর থেকে খেলা এমন নয়টি ম্যাচেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে স্প্যানিশরা। এবার জার্মানদের হারিয়ে নতুন ইতিহাস গড়লো তাঁরা।
সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে স্পেন।