লা লিগায় সর্বশেষ ম্যাচে বড় ধাক্কা হজম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এস্পানিওলের কাছে হেরে যায়। এই হার রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের উত্তেজিত করে তুলেছে। তারা রেফারির ওপর দোষ চাপিয়েছে। রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন।
শনিবার অনুষ্ঠিত এ ম্যাচের ৬১ মিনিটের সময় এস্পানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করেন। এ সময়ে রোমেরোকে লাল কার্ড না দেওয়ায় রেফারির বিরুদ্ধে ক্ষেপেছে তারা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে লেখা এক চিঠিতে রিয়াল মাদ্রিদের বোর্ড ডিরেক্টর হোসে লুইস ডেল ভালে পেরেজ লিখেছেন, রেফারির কর্মকাণ্ড মানবিক ভুলের মাত্রা ছাড়িয়ে গেছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে এসব ভুল এত বেশি হচ্ছে তা এড়িয়ে যাওয়া যায় না।
পেরেজ আরও লিখেছেন, ভিনিসিয়ুস জুনিয়রের একটা গোল বাতিল করা হয়েছে। এসব অভিযোগ করে পেরেজ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর অডিও চেয়েছেন। এছাড়া তিনি স্পেনের রেফারিং পদ্ধতি ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন।