রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ, ফিফার কাছে অভিযোগ জানানোর হুমকি

গত ১৩ই সেপ্টেম্বর সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডিন হুইসেনের লাল কার্ডকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করেছে দলটি। এমনকি ফিফার কাছে আনুষ্ঠানিক নালিশ জানানোর প্রস্তুতিও নিচ্ছে তারা।

গত ম্যাচে দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জয় পেয়েছে রিয়াল। তবে ম্যাচের ৩২ মিনিটে বিতর্কিত পরিস্থিতিতে লাল কার্ড দেখেন হুইসেন। সোসিয়েদাদ অধিনায়ক মিকেল ওইয়ারসাবালের সঙ্গে বলের লড়াইয়ে ধাক্কা লাগে হুইসেনের। ওইয়ারসাবাল তখনও পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন না, কিন্তু পড়ে গেলে রেফারি হেসুস হিল মানজানো সেটিকে স্পষ্ট গোল করার সুযোগ নষ্ট করার অপরাধ হিসেবে গণ্য করেন এবং সরাসরি লাল কার্ড দেখান।

এই সিদ্ধান্তের বিরোধিতা করেন রিয়াল কোচ জাবি আলোনসো। তখনই প্রতিবাদ জানাতে গিয়ে তিনি নিজেও হলুদ কার্ড পান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে আলোনসোর রেফারিকে উদ্দেশ্য করে বলা কথার ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, “হেসুস, আমি খারাপ কিছু ভাবতে চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন। দেখেননি মিলিতাও পাঁচ মিটার দূরে ছিল? অবশ্যই এটা সিটিএ ও ভিডিও রিভিউ পর্যন্ত যাবে।”

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও আলোনসো লাল কার্ডের সমালোচনা করেন। তার ভাষায়, “আমার মতে ওটা সর্বোচ্চ হলুদ কার্ড। মিলিতাও খুব কাছাকাছি ছিল, বল নিয়ন্ত্রণে ছিল না, তখনও অন্তত ৪০ মিটার বাকি ছিল। রিপ্লে দেখেও আমার মত পরিবর্তন হয়নি। ভিএআরের উচিত ছিল ভিন্ন ব্যাখ্যা দেওয়া।”

রিয়াল মাদ্রিদ টিভি ম্যাচ শেষে এক বিবৃতিতে জানায়, চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে ও গত মৌসুমের বিতর্কিত সিদ্ধান্তগুলো একত্রিত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, “রিয়াল মাদ্রিদ এমন একটি প্রতিবেদন তৈরি করছে যেখানে এই মৌসুমের প্রথম চার রাউন্ড ও গত মৌসুমে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত থাকবে। নথিটি ফিফার কাছে পাঠানো হবে, যেন তারা স্প্যানিশ ফুটবলে রেফারিং পরিস্থিতি সঠিকভাবে বুঝতে পারে।”

Exit mobile version