লা লিগায় আবার রেলিগেশনের ফাঁদে রিয়াল ভায়াদোলিদ। বৃহষ্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তারা রিয়াল বেতিসের কাছে ৫-১ গােলে হেরে গেছে। এই হারে তাদের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হয়ে যায়।
রিয়াল ভায়াদোলিদ যে এ মৌসুমে প্রথম লিগে থাকতে পারছে না তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কেননা লম্বা একটা সময় ধরে তারা পয়েন্ট টেবিলের নিচে ছিল। এ ম্যাচ শেষে ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১৬। তাদের ওপরে থাকা লেগানেসের পয়েন্ট ৩০।
এবার নিয়ে গত সাত বছরে তৃতীয়বারের মতো রিয়াল ভায়াদোলিদ দ্বিতীয় বিভাগে নেমে গেলো। স্প্যানিশ এ ক্লাবটি ব্রাজিলের সাবেক তারকা রোনাল্ডোর অধীনে পরিচালিত হয়। ক্লাবটির প্রতি তার রয়েছে প্রচণ্ড অনীহা। যে কারণে একাধিকবার ক্লাবের সমর্থকদের কাছে তাকে সমালোচিত হতে হয়েছে। তাদের অভিযোগ, ক্লাবটির প্রতি প্রয়োজনীয় মনোযোগ দিচ্ছেন না।
রিয়াল ভায়াদোলিদ শেষ ১৪ ম্যাচের ১৩টিতে হেরেছে। তাদের রক্ষণভাগের অবস্থা বেশ নাজকু। গোল হজমটা তাদের জন্য নিয়মিত হয়ে পড়েছে।
