সৌদি প্রো লিগে সোমবার রেকর্ড গড়া জয় পেয়েছে আল নাসর। সোমবার প্রিন্স হাতলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আখদুদের বিপক্ষে ৯-০ গোলে জয় পেয়েছে দলটি। এ ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেননি।
আল নাসর লিগ শিরোপা থেকে আগেই ছিটকে পড়েছে। তবে বিশাল এই জয় তাদেরকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নিয়ে এসেছে। ৩১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। আল নাসরের ক্লাব ইতিহাসে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগে বড় ব্যবধানে জয় ছিল ৮-০ গোলে। গত মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে এ ব্যবধানে জিতেছিল তারা।
এ ম্যাচে রোনালদোকে বিশ্রামে দিয়েছিলেন আল নাসর কোচ। রোনালদো না থাকলেও আল নাসরের দাপট কমেনি। ১৬ মিনিটে প্রথম গোল পায় তারা। আইমান ইয়াইয়া গোলটি করেন। তারপর একে স্কোরেশিটে নাম লেখান জন ডুরান, মার্সেলো ব্রোজোভিচ, সাদিও মানে ও মোহাম্মদ মারান। এর মাঝে সাদিও মানে চার গোল করেন। ডুরান করেন জোড়া গোল।
মানে মাত্র ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম গোল করেন তিনি। ৫৯ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৭৪ মিনিটে করে চতুর্থ গোল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















