কিংস কাপের গ্রুপ পর্বের লড়াইয়ে জয় পেয়েছে আল-নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিলো তারা। সাদিও মানে ও নওয়াফ বৌশালের গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। রোনালদোকে এদিন স্কোয়াডেই রাখেননি কোচ স্তেফানো পিওলি।
২৩ সেপ্টেম্বর (সোমবার) শুরু হওয়া কিংস কাপের প্রথম পর্বের লড়াই শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এক ম্যাচের নক-আউট পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে যায়গা করে নেবে ১৬টি দল।
কিং কাপের বর্তমান ও সর্বাধিক ১১বারের চ্যাম্পিয়ন আল-হিলাল আজ মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ আল-বুকাইরিয়াহ।
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি (জেদ্দা) স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধে ইনজুরির কারণে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন সেনেগালের সাদিও মানে।
বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে আল হাজমকে সমতায় ফেরান বাসিল ইউসেফ।
খেলা যখন প্রায় শেষের পথে তখন ইনজুরির কারণে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২) নওয়াফ বৌশাল গোল করে আল নাসরের জয় জয় নিশ্চিত করেন।