আগামী ৩০ জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তারপর কি হবে? মেয়াদ শেষ হলে কি করবেন রোনালদো। চুক্তির মেয়াদ বাড়াবেন না অন্য ক্লাবে যোগ দেবেন তা এখনো অনিশ্চিত। তবে সর্বশেষ ম্যাচের আগে রোনালদো ইঙ্গিত করেছিলেন এটা হবে আল নাসরের হয়ে তার শেষ ম্যাচ।
বৃহষ্পতিবার আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো বলেন, রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি ৩০ জুন শেষ হবে। আমরা তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবো। তাছাড়া তাকে দলে পাওয়ার জন্য অনেক ক্লাব অপেক্ষা করছে। আমরা রোনালদোর সঙ্গে চুক্তির আলোচনা করছি। আশা করছি আমরা একটা সমাধানে আসতে পারবো।
পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদো ২০২২ সালের ডিসেম্বর সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন। আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯ গোল করেছেন। তবে এ পর্যন্ত তিনি দলকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি। জিতেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয় করেন।
আল নাসরের হয়ে এ মৌসুমে ২৫ গোল করেছেন। তবে দল খুব একটা ভালো করতে পারেনি। তৃতীয় হয়ে লিগ শেষ করেছে। ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও নষ্ট করেছে।
