“ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তারপর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।”
জর্জিনা রদ্রিগেজ
ইউরোপের প্রথম সারির ফুটবল ক্লাবগুলোতে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটা সময় তাঁর ভক্তরা ভেবেছিলেন হয়তো ক্যারিয়ারের শেষ সময়টা পার করতেই সৌদি পারি দিয়েছেন সিআরসেভেন। তবে সবাইকে চমকে দিয়ে এখনো গোল করে নিজের জাত চিনিয়ে যাচ্ছেন এই পর্তুগীজ সুপারস্টার।
চল্লিশে পা দেয়া রোনালদো ঠিক কবে অবসরে যাবেন এনিয়ে ফুটবলপ্রেমীদের জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। সম্প্রতি এক ভিডিওতে সেই ইঙ্গিত দিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। তাঁর মতে এই মহাতারকার ফুটবল জীবন আর বেশিদিন নেই।
প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন জর্জিনা। সেখানে রোনালদোর নাম লেখা একটি লাল রঙয়ের পোশাক পরে সবাইকে চমকে দেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পরে। সেখানে জর্জিনাকে বলতে দেখা যায়, “ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে। তারপর শেষ। হয়তো দু’বছরও হতে পারে। আমি আসলে সত্যিই জানি না।”
গত বছর রোনালদো জানিয়েছিলেন যে, তিনি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। গতবারের বিশ্বকাপে নিজের দেশ পর্তুগালকে সেমিফাইনালেও নিয়ে যেতে পারেননি তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও তাঁর পক্ষে তা এখনো সম্ভব হয়নি।
সেই স্বপ্ন পূরণে রোনালদো আরো একবার চেষ্টা করতে চান বলেও শোনা গিয়েছিলো। তবে জর্জিনার কথা সত্যি হলে বিশ্বকাপের আগেই অবসরে যেতে পারেন রোনালদো।