সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর যাদু চলছেই। রোববার রাতে আল ফাতেহ’র বিপক্ষেও গোল পেয়েছেন এই পর্তুগীজ। ৩-১ গোলের জয়। আর তাতেই লিগে আল নাসর তৃতীয় স্থানে উঠে এসেছে।
রোনালদো ছাড়া আরও গোল করেছেন ডিফেন্ডার সিমাকান। অন্য গোলটি ছিল আত্মঘাতি। আল ফাতেহ’র হয়ে গোল করেছেন মুরাদ বাটনা।
ম্যাচের ৪১তম মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে আল নাসর গোল উপহার দেন মারওয়ানে সাদানে। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল পায় রোনালদোর দল। প্রথম গোল করেন সিমাকান। অসাধারন এক হেডে তিনি ব্যবধান বাড়িয়ে নেন।
ম্যাচের ৮৭ মিনিট রোনালদো গোল পান। সাদিও মানের পাস থেকে বল পেয়ে গোলটি করেন রোনালদো। ক্যারিয়ারে এটা রোনালদোর ৯২০তম গোল। শেষ ৮ ম্যাচে তিনি ১০ গোল করেছেন।