সৌদি প্রো লিগে দারুণ জয় পেয়েছে রোনালদোর আল নাসের। শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে ম্যাচ সমানে সমানে লড়াই চলছিল। হাইভোল্টেজ ম্যাচে ১–১ সমতায় থাকার পথেই এগিয়ে যাচ্ছিল।
কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগমুহূর্তে পেনাল্টি উপহার পায় আল নাসর। ফলে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দারুণ গোলে ২–১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।
এ জয়ে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্র নিয়ে দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ১৭। আর সমান ম্যাচে ৪ জয় ও ৩ হার নিয়ে তালিকার ৪ নম্বরে আছে আল শাবাব।