কোপা আমেরিকা ও ইউরোরর শ্রেষ্ঠত্বের লড়াই শেষে শুরু হয়েছে ক্লাব ফুটবল। আর মৌসুম শুরুর সঙ্গে ফিরে এলো ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত ফর্মও। গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন পর্তুগিজ মহাতারকা।
দারুণ ছন্দে থাকা রোনালদো নিজে গোল করলেন ও গোল করালেন। সেমিফাইনালে আল তাউনকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। আয়মান ইয়াহায়া ও রোনালদো একটি করে গোল করেন।
আগামী শনিবার ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে তারা। হিলাল ফাইনালে উঠেছিল আল আহলিকে হারিয়ে।