আল নাসরের হয়ে গোলের পর গোল করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার সৌদি প্রো লিগে জোড়া গোল করেছেন এই পর্তুগীজ। তার জোড়া গোলেই দামাককে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। দুই গোলের একটি ছিল পেনাল্টি থেকে পাওয়া।
রোনালদোর অন্তর্ভূক্তিতে সৌদি ফুটবল বিশ্বের নজর কেড়েছে। একই সঙ্গে আল নাসরের মধ্যমণিতে রূপ নিয়েছেন তিনি। শুক্রবারের ম্যাচে ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো দলকে এগিয়ে নেন। অসাধারণ দক্ষতায় তিনি প্রতিপক্ষ গোলরক্ষককে পরাভূত করেন। বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হিসেবে কেন তাকে মনে করা হয় তা আবারও প্রমাণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে রোনালদো দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
২০২২ সালে আল নাসরে যোগ দিয়ে একের পর এক চমক দেখিয়ে চলেছেন রোনালদো। তবে দলকে এখনো কোনো শিরোপা এনে দিতে পারেননি।
এ জয়ের ফলে আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ১২ ম্যাচে ২৫। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। ১১ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ রয়েছে শীর্ষে।