গতদিন নিজের ইউটিউব চ্যানেলে দ্রুততম ১০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছিলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমে গোলের একটি মাইলফলক ছুঁলেন ৩৯ বছর বয়সী তারকা।
এবারের সৌদি প্রো লিগে আল নাসরের প্রথম ম্যাচ ছিলো এটি। প্রতিপক্ষ ছিলো আল রাইদ। কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে ম্যাচের শুরুতে আধিপত্য নিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় গত মৌসুমের রানার্সআপরা। প্রো লিগে নিজের ৫০তম গোলটি করেন রোনালদো। হেডে লক্ষ্যভেদ পর্তুগিজ ফরোয়ার্ডের। ৪৯ মিনিটে আল রাইদের মোহাম্মদ ফৌজাইর সমতায় ফেরান দলকে।
দ্বিতীয়ার্ধেও একবার বল জালে জড়ান রোনালদো।
তবে ৮৫ মিনিটের সেই গোল অফসাইড হিসেবে ভিএআরে কাটা পড়ে। শেষ পর্যন্ত ১–১ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।
২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরে খেলছেন রোনালদো। গত লিগে রেকর্ড ৩৫ গোল করা পর্তুগিজ সুপারস্টার সৌদি লিগে তৃতীয় দ্রুততম ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। খেলেছেন ৪৮ ম্যাচ।