রোনালদোর পথ ধরেই আল নাসরে যাচ্ছেন পর্তুগিজ তারকা

ট্রান্সফার উইন্ডো

ছবি: কালেক্টেড

জাতীয় দলের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে মাঠ মাতিয়েছেন বহুবার। এবার সেই রোনালদোর পথ অনুসরণ করেই সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন জোয়াও ফেলিক্স। কিছুদিন আগেই এই দুই পর্তুগিজ তারকা একসঙ্গে জিতেছেন নেশন্স লিগের শিরোপা।

ফেলিক্সের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল বেনফিকায়, ২০১৮-১৯ মৌসুমে। এরপর বড় অঙ্কের ট্রান্সফারে তিনি পাড়ি জমান অ্যাথলেটিকো মাদ্রিদে। সেখান থেকে ধারে খেলেছেন চেলসি ও বার্সেলোনার হয়ে। পরে চেলসিতে স্থায়ী হলেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে আবার ধারে চলে যান ইতালিয়ান ক্লাব এসি মিলানে। মাঝখানে গুঞ্জন উঠেছিল যে বার্সায় ট্রান্সফার হবে ফেলিক্স। বার্সার সমর্থকদের ভালোবাসাও পেয়েছিলেন লোনের খেলোয়াড় হয়েও। তবে শেষমেষ বার্সায় যাওয়া হয়নি তার।

এর মধ্যে গুঞ্জন উঠেছিল, ফেলিক্স হয়তো আবার ফিরবেন নিজের পুরোনো ঠিকানা বেনফিকায়। তবে শেষ পর্যন্ত তিনি যাচ্ছেন সৌদি আরবেই, যোগ দিচ্ছেন রোনালদোর বর্তমান ক্লাব আল নাসরে। বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছে, রোনালদোর অনুরোধেই ফেলিক্সকে দলে নিচ্ছে আল নাসর। এমনকি রোনালদো নাকি নিজেই ফোন করে ফেলিক্সকে ক্লাবে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

চেলসি থেকে প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আল নাসরে যোগ দিচ্ছেন ফেলিক্স। পারফরম্যান্স বোনাসসহ এই অঙ্ক ভবিষ্যতে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যে মেডিক্যাল পরীক্ষার জন্য সৌদি আরবও পৌঁছে গেছেন এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

Exit mobile version