গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে আরও এক দৃষ্টান্ত স্থাপন করলেন আর্লিং হালান্ড। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে শুধু ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেননি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে গোল করে ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডও।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২–০ ব্যবধানে জিতে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে অপর গোলটি করেন বার্নার্দো সিলভা। এক ম্যাচ বিরতির পর চ্যাম্পিয়নস লিগে আবারও জয়ের ধারায় ফিরল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন হালান্ড। সপ্তদশ মিনিটে ডান দিক থেকে রিকো লুইসের নিখুঁত পাসে প্রথম ছোঁয়ার শটে গোল করে নরওয়েজিয়ান স্ট্রাইকার। এই গোলের মাধ্যমে চলতি চ্যাম্পিয়নস লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় চার। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দল মিলে টানা ১২ ম্যাচে গোল করার রোনালদোর রেকর্ড স্পর্শ করেন তিনি। এই ১২ ম্যাচে হালান্ডের গোল সংখ্যা ২৪।
হালান্ডের পর ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। স্যাভিনহোর ক্রস থেকে দারুণ হেডে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও ভিয়ারিয়াল আক্রমণাত্মক খেলেছে, তবে গোলের দেখা পায়নি।
এই জয়ের ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গোল পার্থক্যে এগিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আর ৯ পয়েন্ট করে শীর্ষে আছে পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















