রোনালদোর লাল কার্ড
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা প্রায় নিশ্চিত পর্তুগালের। ’প্রায়’ শব্দটা ছেটে ফেলতে গত রাতে অনুষ্ঠিত বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে অন্তত ড্র দরকার ছিল তাদের। ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের টিকিট পেয়ে যেত পর্তুগাল। কিন্তু এ পর্যন্ত অপরাজিত থাকা দলটি গত রাতে অ্যাওয়েতে ২-০ গোলে হেরে গেছে।
শুধু তাই নয়, দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো দেখেছেন লাল কার্ড। ফলে পর্তুগাল শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলেও শুরুর ম্যাচে রোনালদোকে হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে।
হার সত্ত্বেও ইউরো অঞ্চেলের ‘এফ’ গ্রুপের পর্তুগাল পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। ৫ খেলায় ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় স্থানে। ৮ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আর্মেনিয়া। বাছাই পর্বের শেষ ম্যাচে ১৬ নভেম্বর পর্তুগাল আর্মেনিয়ার এবং আয়ারল্যান্ড হাঙ্গেরির মুখোমুখি হবে। এদিনই নির্ধারিত কোন দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে আর কোন দল প্লে অফের সুযোগ পাবে।
পর্তুগালের বিপক্ষে জয়ের ফলে আয়ারল্যান্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকে রয়েছে। শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জয় পেলে তারা প্লে অফে খেলার সুযোগ পাবে। হাঙ্গেরির সামনেও থাকছে একই সুযোগ। তবে তাদের জন্য ড্র যথেষ্ঠ।
আগের ম্যাচগুলো পর্যন্ত অপরাজিত থাকা পর্তুগাল নিজেদের মাঠে এমন পরিস্থিতির শিকার হতে হবে তা হয়তো কল্পনাতেও আনতে পারেনি। ১৭ মিনিটের সময় ট্রয় প্যারোট পর্তুগীজ সমর্থকদের হতভম্ব করে দেন। বিরতির আগে সেই প্যারোট ব্যবধান দ্বিগুন করেন। বিরতির পর সরাসরি লাল কার্ড দেখেন রোনালদো। প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করলে রেফারি সরাসরি তাকে লাল কার্ড দেখান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















