রোনালদো জাদুতে আল নাসরের ৪-১ গোলের দাপুটে জয়!

রোনালদো

রোনালদো

রিয়াদের আল আউয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচটা শুরু থেকেই ছিল আল নাসরের দাপটে ভরা, তবে শেষ আলোচনার কেন্দ্রবিন্দু পুরোপুরি ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো । যোগ করা সময়ের শেষ দিকে নাওয়াফ বুশালের উঁচু ক্রস থেকে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ৪০ বছর বয়সেও নিজের অতিমানবীয় ক্ষমতার আরেক প্রমাণ রাখলেন পর্তুগিজ তারকা।

রোনালদোর সেই চোখধাঁধানো গোলের আগে ম্যাচে গোল উৎসব শুরু হয় ৩৯তম মিনিটে। অ্যাঞ্জেলোর ক্রস থেকে নিখুঁত শটে ডান কোণে বল পাঠিয়ে আল নাসরকে এগিয়ে দেন জোয়াও ফেলিক্স। তিন মিনিটের মধ্যেই আবারও প্রধান ভূমিকায় উঠে আসেন তিনি। বল কেড়ে নিয়ে ওয়েসলিকে পাস সাজিয়ে দেন, আর ২০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে হাওসাওয়ির দুর্দান্ত দূরপাল্লার শটে আল খালিজ ব্যবধান কমিয়ে চাপ তৈরি করার চেষ্টা করে। তবে আল নাসর গোলরক্ষক নাওয়াফ আল-আকিদির কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ তাদের সমতায় ফেরার সুযোগ দেয়নি।

৭৭ মিনিটে সাদিও মানে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে তৃতীয় গোলটি করেন। এরপর স্টপেজ টাইমের শুরুতে বিপজ্জনক ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল খালিজের দিমিত্রিওস কুরবেলিস।

আর সবশেষ পর্দা নামান রোনালদো। সেই অসাধারণ বাইসাইকেল কিক। যা শুধু স্কোরলাইন ৪–১ এ দাঁড় করায়নি, বরং চলতি লিগে তার গোলসংখ্যা দশে পৌঁছে দিয়েছে।

এই জয়ে টানা নবম ম্যাচ জিতল আল নাসর, আর টেবিলের শীর্ষে তাদের অবস্থান আরও শক্ত হলো।

Exit mobile version