নাটকীয় বললেও কম বলা হবে। তেমন এক ম্যাচে জিরোনাকে হারিয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। ইনজুরি সময়ে রোনাল্ড আরাউহোর গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে জিরোনাকে।
এ জয়ের ফলে বার্সেলোনা ৯ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। ৮ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে।
ম্যাচে পয়েন্ট হারানো নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। ১-১ ম্যাচে ম্যাচ সমাপ্তির সব আয়োজনও শেষ হয়েছিল। ৯০ মিনিটের পর রেফারি বাড়তি সময় দিয়েছিলেন ৪ মিনিট। যোগ করা সময় কম হয়েছে তার প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ফলে ডাগ আউট ছাড়তে হয়। হতাশায় হয়তো মাথার চুল ছেঁড়ার চেষ্টা করছিলেন। কিন্তু তিন মিনিট যেতে না যেতেই চিৎকার করতে করতে মাঠে ঢুকে পড়েন। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে রোনাল্ড আরাউহো গোল করে দলকে জয় এনে দেন।
আগের ম্যাচে হেরে যাওয়া বার্সেলোনা ১৩ মিনিটের সময় পেদ্রির গোলে এগিয়ে যায়। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের এ এগিয়ে যাওয়া। ২০ মিনিটে জিরোনার হয়ে বাইসাইকেল কিকে গোল করেন অ্যাক্সেল উইটসেল।
বাকি সময়ে বার্সেলোনার আধিপত্য থাকলেও গোলের দেখা পাচ্ছিল না। তবে পুরো চিত্রই পাল্টে দেন আরাউহো। ৮২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইনজুরি সময়ে গোল করে জয় এনে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















