লজ্জায় ডুবলো মেসির মায়ামি

মেজর সকার লিগ

মেসি, লুইস সুয়ারেজ, ইহোর্দি আলবা সবাই মাঠে ছিলেন। তারপরও ইন্টার মায়ামি লজ্জা এড়াতে পারেনি। মেজর সকার লিগে রোববারের ম্যাচে নিজেদের মাঠে অরলান্ডো সিটির কাছে বিধ্বস্ত হয়েছে দলটি। ৩-০ গোলে হেরেছে।

এই হারের ফলে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামির অবস্থা নাজুক হয়ে পড়েছে। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২২। এরই মধ্যে শীর্ষে থাকা দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে ৭ পয়েন্ট দাঁড়িয়েছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ছয় নম্বরে।

ইন্টার মায়ামির অবস্থা যে কতটা নাজুক তা একটা পরিসংখ্যানে পরিস্কার। গত ৭ ম্যাচে পাঁচটিতে হেরেছে তারা। এর মধ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দুই ম্যাচ রয়েছে। এদিকে এ জয়ের মাঝ দিয়ে গত দুই বছরে ইন্টার মায়ামির বিপক্ষে প্রথম জয়ের মুখ দেখেছে অরলান্ডো সিটি। তাছাড়া এ জয়ের মাঝ দিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে অরলান্ডে সিটি।

মাঠে একচ্ছত্র আধিপত্য ছিল ইন্টার মায়ামির। কিন্তু তাদের রক্ষণভাগ যথেষ্ঠ ভুগিয়েছে। গত কয়েকটা ম্যাচে রক্ষণভাগের দুর্বলতার কারণে তারা ম্যাচ হেরেছে। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। একের পর এক গোল করেছে অরলান্ডো সিটি। লুইস মুরিয়েল, মার্কো পাসালিক ও দাগুর থরহলসন গোল করেন।

Exit mobile version