মৌসুমটা ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরোয়া ফুটবলে নাজুক অবস্থা। সমর্থকদের একের পর এক লজ্জা উপহার দিয়েছে। কোনো মতে রেলিগেশন থেকে রেহাই পেয়েছে। এ অবস্থায় সমর্থকদের মুখে হাসি ফোটাতে মৌসুম শেষ হতেই বেরিয়ে পড়েছিল প্রীতি ম্যাচে। প্রথমেই তারা সফর করছে এশিয়া। কিন্তু সেখানেও স্বস্তির সংবাদ নেই। বুধবার মালয়েশিয়াতে অনুষ্ঠিত এশিয়ান অল স্টার্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে।
মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উড়াল দিয়েছিল। কিন্তু সেই স্বস্তিটা আর থাকেনি। দ্বিতীয়ার্ধে মাউং মাউং লুইন গোল করে ম্যানইউকে হতাশায় ডুবিয়ে দেন।
শুধু হার নয়, এ ম্যাচে আরো লজ্জা সঙ্গী হয়েছে ম্যানইউয়ের। স্থানীয় দর্শকেরা ম্যানইউয়ের খেলা দেখে দুয়োধ্বনি দিয়েছে। ম্যানইউয়ের অবস্থা এমন হয়েছে টানা দুই ম্যাচ কবে জিতেছে তা সমর্থকরা ভুলতে বসেছে। সাবেক দাপুটে এ দলটি সর্বশেষ টানা দুই ম্যাচে জয় পেয়েছিল গত মার্চে।
ম্যাচ শেষ সব দায় নিজের কাঁধে নিয়ে কোচ রুবেন আমোরিম বলেন, সব দায় আমার। আমি আগেও বলেছি, দলের পারফরম্যান্স ভালো না। যাহোক আমাদের ভালো করতে হবে। প্রতিটা অনুশীলন ম্যাচ জিততে হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















