আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলছে বোলারদের প্রতিযোগিতা। ব্যাটারদের ব্যর্থতার মাঝে বোলারদের মধ্যে উইকেট শিকারের লড়াই জমজমাট হয়ে উঠেছে। ব্যাটাররা যখন লজ্জায় ডুবছে তখন বোলাররা হাসছেন চওড়া মুখের হাসি। উইকেট শিকারের লড়াইয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার তার।
দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদ প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় দিন শেষে তার মোট শিকার আট। তবে প্রথম ইনিংসে অধিনায়ক কামিন্সের ৬ শিকার তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ২৬ রানে ৬ উইকেট শিকার করে লর্ডস মাঠে অধিনায়ক হিসেবে এক ইনিংসে সর্বাধিক উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। এর আগে এ কীর্তি ছিল ইংলিশ অধিনায়ক বব উইলিসের। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনিও ৬ উইকেট নিয়েছিলেন। তবে রান হাতে তাকে যথেষ্ঠ উদারতা দেখাতে হয়েছিল। ১০১ রান খরচ হয়েছিল তার।
লর্ডস টেস্ট শুরুর আগে কামিন্সের উইকেট সংখ্যা ছির ২৯৪। প্রথম দিন মাত্র এক উইকেট পান তিনি। দ্বিতীয় দিন আরও ৫ উইকেট নিয়ে তিনশ উইকেট শিকারীদের তালিকায় স্থান করে নিয়েছেন এই অজি বোলার। অস্ট্রেলিয়ার ষষ্ঠ পেসার ও অষ্টম বোলার হিসেবে কামিন্স এই কীর্তি গড়েছেন। তিনশ উইকেট শিকারী ক্লাবের ৪০ তম বোলার তিনি। পেসার হিসেবে ত্রিশতম।
অধিনায়ক হিসেবে কামিন্সের উইকেট ১৩৬টি। পেস বোলিংয়ে তার থেকে বেশি উইকেট পাকিস্তানের ইমরান খানের (১৮৭টি)।