লাউতারো মার্টিনেজের গোলে সেরি আতে জয় পেয়েছে ইন্টার মিলান। ৭৮ মিনিটে তার করা গোলে নিজেদের মাঠের খেলায় জেনোয়াকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
জেনোয়ার বিপক্ষে এ জয়ের ফলে ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে দ্বিতীয় স্থানে। তবে তারা একটা ম্যাচ কম খেলেছে। ফলে তাদের সামনে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।
একচ্ছত্রভাবে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছিল ইন্টার মিলান। কিন্তু গত কয়েক ম্যাচের বাজে ফল তাদেরকে কঠিন সময়ের সামনে দাঁড় করিয়ে দেয়। এ ম্যাচের আগ পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় ছিল তাদের সংগ্রহে। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছিল। সেই আত্মবিশ্বাস ফিরে পেতে তাদের সামনে জয়ের বিকল্প ছিল না।
কিন্তু গোল পাওয়াটা তাদের জন্য কঠিন থেকে কঠিনতর করে ফেলেছিল জেনোয়া। ইন্টার মিলানের ব্যর্থতাও কম ছিল না। এক ঘন্টার বেশি সময় ম্যাচের বয়স হলেও ইন্টার মিলান গোল পাওয়ার মতো কোনো শটই নিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচের শেষ বাঁশি বাজার ১২ মিনিট আগে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে মূল্যবান জয় এনে দেন।