লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে সহজেই হারালো আর্জেন্টিনা

কোচ নিষিদ্ধ, মেসিসহ খেলেননি নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়। ফলে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের দিয়েই দল সাজান এই ম্যাচে দলের ডাগআউটে থাকা প্রধান কোচ ওয়াল্টার স্যামুয়েল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৮৬ মিনিটে গোল করে দলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন সেরি-আ লিগে ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

কোয়ার্টার ফাইনালে এ-গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বি-গ্রুপের রানার্স আপ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামীকাল সকালের মধ্যেই নিশ্চিত হবে শেষ আটে আর্জেন্টিনার প্রতিপক্ষ। ভেনেজুয়েলা, ইকুয়েডর বা মেক্সিকো এই তিন দলের মধ্য থেকেই কোন একটা দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Exit mobile version