এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে লাওসে পৌঁছেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সকালে (২ আগস্ট) স্থানীয় সময় ঠিক ভোর ৬টায় অনুশীলনে নেমে পড়ে আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দল। ঢাকায় যেমন নিয়মিত ভোরে অনুশীলন করে দল, বিদেশেও সেই রুটিনই অনুসরণ করছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার।
সামনে ৬ আগস্ট বাছাই পর্বের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ স্বাগতিক লাওস। তাই আগেভাগেই স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় মাঠে নেমেছে টাইগ্রেসরা। নতুন দেশে প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা বলেন, “নতুন দেশ, পরিবেশ ভালোই লাগছে। অনুশীলনও ভালো হয়েছে।”
প্রথম ম্যাচে জয় নিশ্চিত করেই পরবর্তী চ্যালেঞ্জে যেতে চায় দল। আফিদা আরও যোগ করেন, “কোচ যেভাবে বলবে আমরা সেভাবে খেলব। আমাদের টার্গেট ম্যাচ জেতা, প্রথম লক্ষ্য লাওস।”
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলের অন্যতম ফুটবলার মোসাম্মৎ সাগরিকাও অনুশীলন শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, “আমরা কাল বাংলাদেশ থেকে এসেছি, সকালে অনুশীলন ছিল ভালো হয়েছে। আমাদের লক্ষ্য টুর্নামেন্ট জেতা।”
এই টুর্নামেন্টে বাংলাদেশ কখনও মূল পর্বে খেলেনি। এবার সেই ইতিহাস পাল্টাতে চায় দল। গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও রানার্সআপ হয়ে সেরা তিনের মধ্যে থাকতে পারলে ২০২৬ সালের মূল পর্বে থাইল্যান্ডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











