লাওস জয়ের নায়িকা সাগরিকা, ভয়কে জয় করে জোড়া গোল

সাফ অ-২০ ফাইনালে একাই চার গোল করে নজর কাড়েন মোসাম্মৎ সাগরিকা। এবার এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বেও দেখালেন নিজের ধারাবাহিকতা। স্বাগতিক লাওসের বিপক্ষে তার জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

বুধবার লাওসে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দেয় লাল-সবুজের মেয়েরা। ম্যাচের পর রাঙামাটির এই ফুটবলার বলেন, ‘খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরেছি।’

লাওসের মাঠে প্রথমে কিছুটা অনিশ্চয়তা ও ভয় কাজ করছিল বলে জানালেন সাগরিকা। ‘আসলে আমরা জানতাম না কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। যখন খেলাটা ধরতে পেরেছি, তখন আর সমস্যা হয়নি– ভালো লাগছে খেলাটা।’

সাগরিকার সঙ্গে গোলের তালিকায় নাম তুলেছেন মুনকি আক্তারও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আজ অনেক সমর্থন পেয়েছি। আশা করি সামনে আরও সাপোর্ট দেবে এবং আমরা জয় আনব।’ নিজের গোল নিয়ে উচ্ছ্বসিত মুনকি যোগ করেন, ‘লাওসের বিপক্ষে গোল করব ভাবিনি। গোল পেয়ে ভালো লাগছে।’

ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। লাওসে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের দর্শকরাও খেলা উপভোগ করেছেন। এ নিয়ে সাগরিকার মন্তব্য, ‘যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সাপোর্ট দিলে আমরা ভালো কিছু করব ও ভালো খেলা উপহার দেব।’

ম্যাচ শেষে কোচ পিটার বাটলার বলেন, ‘সব সময় প্রথম ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। এতে সামনে চলার পুঁজি দাঁড়ায়।’ ডিফেন্স নিয়ে তার মূল্যায়ন ছিল, ‘আমরা ভালোই ডিফেন্স করেছি। কিছু সময় ঝুঁকি ছিল। আমরা এভাবেই খেলি। কেউ এটা পছন্দ করে, আবার কেউ করে না।’

Exit mobile version