ঢাকার আকাশে যেন একটু আগেই নেমে এসেছে লাতিন আমেরিকার উচ্ছ্বাস। লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। এর একদিন আগে এসেছে ব্রাজিলের সাও বার্নার্দো। দু’টি লাতিন দল আর স্বাগতিক ফিউচার স্টার বাংলাদেশকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে জমে উঠছে তরুণদের রোমাঞ্চকর আন্তর্জাতিক ফুটবল আসর।
আয়োজকদের তথ্যমতে, টুর্নামেন্ট শুরু হবে ৫ ডিসেম্বর, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ।
৮ ডিসেম্বর মুখোমুখি হবে ফিউচার স্টার বাংলাদেশ ও অ্যাথলেটিকো চার্লোন।
১১ ডিসেম্বর শেষ ম্যাচে লড়বে দুই লাতিন দল, সাও বার্নার্দো ও অ্যাথলেটিকো চার্লোন।
টুর্নামেন্টকে ঘিরে যোগ হয়েছে আরও বড় আকর্ষণ, উপস্থিত থাকছেন দুই ফুটবল কিংবদন্তি। শেষ দিনের ম্যাচে দর্শকদের সামনে আসবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে ১০ দর্শক সরাসরি দেখা করার সুযোগ পাবেন, জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।
শুধু ফুটবল নয়, আয়োজনকে উৎসবমুখর করতে উদ্বোধনী দিনের বিকেলে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। মাঠের লড়াইয়ের বাইরেও দর্শকরা পাবেন সাংস্কৃতিক আনন্দের ছোঁয়া।
আয়োজকদের বিশ্বাস, তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলার সুযোগ দর্শকদের সামনে দেবে নতুন অভিজ্ঞতা। স্থানীয় খেলোয়াড়দের জন্যও এটি হবে শেখার বড় মঞ্চ। একই সঙ্গে টিকিট যেন সাধারণের নাগালে থাকে, এমন প্রত্যাশা জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি।
এমডি আসাদুজ্জামান বলেন, “বাংলাদেশে আগে এ ধরনের আয়োজন হয়নি। আমরা নতুন কিছু চেষ্টা করছি। আল্লাহ চাইলে দর্শকেরা মাঠে এসে উপভোগ করবেন অসাধারণ ফুটবল।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















