অনিশ্চয়তায় রোনালদোর বিশ্বকাপ
রোনালদোর বিশ্বকাপ খেলা ঝুঁকিতে!২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে মোট ৪৮ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। এরই মধ্যে স্বাগতিক তিন দলসহ ২৯টি দল চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। কয়েকটি দলের টিকিট প্রায় নিশ্চিত। এর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল অন্যতম। বাছাই পর্বের বাকি থাকা এক ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট পেলে পর্তুগালের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হবে। তবে তাতে রোনালদোর বিশ্বকাপ খেলা ঝুঁকিতে রয়েছে অনিশ্চয়তায় ঢাকা পড়েছে দলটির অধিনায়ক রোনালদোর বিশ্বকাপে খেলা।
বৃহষ্পতিবার রাতে ইউরো অঞ্চলেরর এফ গ্রুপে মাঠে নেমেছিল আয়ারল্যান্ড ও পর্তুগাল। ফুটবল ভক্তদের অবাক করে দিয়ে ম্যাচে হেরে গেছে পর্তুগাল। এই হার তাদের বিশ্বকাপের টিকিট প্রাপ্তির পথ বন্ধ করতে পারেনি,একটু দীর্ঘায়িত করেছে। তবে বড় আঘাত হয়ে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর লাল কার্ড। ২-০ গোলে পিছিয়ে থাকাবস্থায় দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই লাল কার্ড পান পর্তুগীজ অধিনায়ক। প্রতিপক্ষ খেলোয়াড়কে বলের লড়াই ছাড়াই কনুই দিয়ে আঘাত করেন। শুরুতে রেফারি তাকে হলুদ কার্ড দেখান, তবে প্রযুক্তির সহায়তা নিয়ে রেফারি রোনালদোকে লাল কার্ডে দেখান। মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় রোনালদোকে।
এই লাল কার্ড ২০২৬ বিশ্বকাপে রোনালদোর খেলাকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। সে সঙ্গে তার বিশ্বকাপ জয়ের স্বপ্নকেও। বাছাই পর্বের আর একটা ম্যাচ বাকি। লাল কার্ড পাওয়ায় স্বাভাবিক নিয়ম অনুসারে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা রোনালদো এ ম্যাচে খেলতে পারবেন না। বিশ্বকাপের শুরুতে তিনি মাঠে থাকতে পারবেন কিনা তা শাস্তি ঘোষণার ওপর নির্ভর করবে। জাতীয় দলের হয়ে প্রথমবার লাল কার্ড হজম করে এমন ঝুঁকিতে পড়ে গেছেন এই পর্তুগীজ তারকা। ২২৬ আন্তর্জাতিক ম্যাচ খেলা রোনালদোর ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে এটাই প্রথম লাল কার্ড। ক্লাব ক্যারিয়ারে অবশ্য রোনালদোর জন্য খুবই স্বাভাবিক। সেখানে তার লাল কার্ডের সংখ্যা ১৩।
অপরাধের বিচারে লাল কার্ডের নিষেধাজ্ঞার ম্যাচের সংখ্যা তিন পর্যন্ত হতে পারে। বিশ্বকাপের আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায় শাস্তির মেয়াদ দুই বা তিন ম্যাচের হলে তা সরাসরি বিশ্বকাপ ম্যাচে পৌঁছাবে। বিশ্বকাপের আগে পর্তুগাল একাধিক প্রস্তুতি ম্যাচ খেললেও লাল কার্ডের নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচে। ফলে রোনালদোকে বিশ্বকাপের শুরুতে মাঠের বাইরে থাকতে হতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















