দারুণ এক জয়ে ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করেছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি। মরক্কোর ক্লাব ওয়াইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে বুধবার তারা ২-০ গোলে জয় পেয়েছে। ফিল ফোডেন ও জেরেমি ডোকু গোল করেছেন। দুটো গোলই হয় প্রথমার্ধে।
টুর্নােমেন্টের প্রথম ম্যাচে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে এসেছে। জয়ের হাসি কিছুটা ম্লান হয়েছে লাল কার্ডে। রিকো লুইস ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন। আর স্বস্তির বিষয় হচ্ছে দলের পারফরম্যান্স। আর্লিং হালান্ড, রদ্রি, রুবেন দিয়াস, বেরনার্ডো সিলভা, জসকো ভারদিওল, জন স্টোনসকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন।
দ্বিতীয় সারির দল মাঠে নামলেও কোচ দুঃশ্চিন্তায় থাকতে দেয়নি তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় তারা। সাভিনহোর ক্রস থেকে বল পেয়ে গোল করেন ফোডেন। দ্বিতীয় মিনিটের ঘটনা এটি। ম্যানসিটি দ্বিতীয় গোলটি পায় ৪২ মিনিটে।
শুরুতেই গোল হজমে করলে দমে যায়নি কাসাব্লাঙ্কা। পাল্টা আক্রমণে বেশ কয়েকবার তারা ম্যানসিটিকে কাঁপিয়ে দিয়েছিল। ১৫তম মিনিটে তারা দারুণ একটা সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। কয়েক মিনিট পর আরো একটা সুযোগ পায় কাসাব্লাঙ্কা। কিন্তু থেমবিনকোসি অল্পের জন্য বলের নাগাল না পাওয়ায় দলটির গোল পাওয়া হয়নি।
ম্যানসিটি তাদের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের আল আইনের মুখোমুখি হবে। ওয়াইদাদ খেলবে জুভেন্টাসের বিপক্ষে।