নাটকীয় এক জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। শনিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে লাস পালমাসকে। দানি ওলমো এবং ফেরান টরেস করেছেন মূল্যবান এই দুই গোল।
এ জয়ের ফলে ২৫ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১, তারা এখন তৃতীয় স্থানে।
লাস পালমাস-বার্সেলোনা ম্যাচে শুরু থেকে উভয় দলের আক্রমণের ঘাটতি ছিল ব্যাপক। কোনো দলই গোলের তেমন সুযোগ তৈরি করতে পারছিল না। প্রথমার্ধ এভাবে কেটে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে খুব যে পরিবর্তন এসেছিল তা নয়। শেষ পর্যন্ত ৬২ মিনিটে বার্সেলোনা গোলের দেখা পায়। বক্সের ভেতরে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দানি ওলমো দলকে এগিয়ে নেন।
প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের শেষ মূহুর্তে গোল ব্যবধান বাড়ান ফেরান টরেস।
ম্যাচে অবশ্য বার্সেলোনা পয়েন্ট হারালে অবাক হওয়ার কিছু ছিল না। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় লাস পালমাস পেনাল্টি দাবি করেছিল। নিজেদের বিপদ সীমানার ভেতর বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে বল লাগলে লাস পালমাসের খেলোয়াড়রা পেনাল্টির দাবি করে। দীর্ঘ সময় ভিএআর দেখে রেফারি তাদের সে দাবি বাতিল করে দেয়।