২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। আগামী ৫ ডিসেম্বর এ ড্র অনুষ্ঠিত হবে একাধিক সূত্র ইএসপিএনকে জানিয়েছে।
২০২৬ সালের বিশ্বকাপ উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে। বিশ্বকাপের ড্র সম্পর্কে মেক্সিকান কর্মকর্তা পেড্রো সেডিলো বলেন, আমি যদি ভুল না করে থাকি তাহলে আগামী ৫ ডিসেম্বর লাস ভেগাসে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যদি ৫ তারিখে না হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের যে কোনো দিন ড্র অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে লাস ভেগাসেই ড্র হবে। এ কারণে মেক্সিকোর দুই ভেনু্য পাচুকা ও হিডালগো সম্পর্কে আমাদের খোঁজ খবর নিতে হয়েছে। তবে মেক্সিকো ড্র আয়োজনে ইচ্ছুক না থাকায় লাস ভেগাসে ড্র অনুষ্ঠিত হবে।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র যখন বিশ্বকাপের আয়োজক ছিল তখন লাস ভেগাসে ড্র অনুষ্ঠিত হয়েছিল। লাস ভেগাসের কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে ড্র হয়েছিল। সেই কনভেনশন সেন্টারের পাশাপাশি আরও কয়েকটি ভেনু্য এরই মধ্যে সংরক্ষিত রাখা হয়েছে।
