রিয়াল মাদ্রিদকে টপকে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। সোমবার রাতে নিজেদের মাঠে আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে জিরোনা।
এই জয়ের ফলে ১৭ ম্যাচ শেষে জিরোনার সংগ্রহ ৪৪ পয়েন্ট। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের ৪২। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
দূর্দান্তভাবে এবারের মৌসুম শুরু করেছিলো জিরোনা। গত সপ্তাহে তারা নতুন রূপকথা রচনা করে। বার্সেলোনাকে বিধ্বস্ত করেছিলো ৪-২ গোলে । কাতালান প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এটাই ছিলো তাদের প্রথম জয়। আলাভাসের বিপক্ষে সেই ধারাবাহিকতা তারা ধরে রেখে বড় জয় তুলে নেয়।
স্বস্তির জয়ে জোড়া গোল করেন আর্তেম ডোভাইক। অন্য গোলটি করেন পোর্ত। ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পান ডোভাইক। গোলরক্ষকের কাছ থেকে ফিরে আসা বলকে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নিতে ভুল করেননি। স্বাগতিক দলের বেশির ভাগ আক্রমণ রচিত হয়েছে ডান দিক থেকে। এ আক্রমণে নেতৃত্ব দেন ২১ বছর বয়সী ফুল ব্যাক ব্রাজিলিয়ান ইয়ান কোউতো। তার গতি ও দক্ষতা দিয়ে বারবার আলাভাসের রক্ষণভাগে ফাটল ধরান। তার স্পিডের সামনে অসহায় আলাভাসের ডিফেন্ডাররা বার বার তাকে ফাউল করছিলো। এক পর্যায়ে জিরোনা পেনাল্টিও পায়। ৫৯ মিনিটে ডোভাইক পেনাল্টি থেকে গোল করেন।
ডোভাইকের দ্বিতীয় গোলের আগে জিরোনা প্রথমার্ধের শেষ মুহুর্তে দ্বিতীয় গোল পায়।
১৭ ম্যাচ শেষে এটি ছিল জিরোনার ১৪ ম্যাচ। ইউরো ফুটবলের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বর্তমান সময়ে যে কোনো দলের তুলনায় জিরোনার জয়ের সংখ্যা বেশি। স্বাভাবিকভাবে পয়েন্টও।
